ভারতীয়দের ফিরিয়ে আনার নির্দেশ প্রধান মন্ত্রীর

প্রায় কুড়ি বছর পরে আফগানিস্তানে স্বাধীনতা পেয়েছে তালিবানরা, নিজেদের হস্তগত করেছে গোটা দেশ। দীর্ঘ যুদ্ধের সমাপ্তি। অন্যদিকে মার্কিন সেনাবাহিনীও চলে গেছে দেশ ছেড়ে। এই পরিস্থিতিতে সেখানে আটকে পড়া ভারতীয়দের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী। এই পরিপ্রেক্ষিতেই উচ্চক্ষমতাসম্পন্ন গোষ্ঠীকে গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রেক্ষিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের কমিটিকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আফগানিস্তানে আটকে পড়া ভারতীয়দের দ্রুত উদ্ধারের নির্দেশ দিয়েছেন তিনি এবং একইসঙ্গে আফগানিস্তানের বাসিন্দা যারা ভারতে আসতে চান তাদের দেশে আনার পক্ষেও জোর দিয়েছেন তিনি।

আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে বিগত কয়েক দিন ধরেই আলোচনা চালাচ্ছে নয়াদিল্লি। পরিবর্তিত পরিস্থিতি পর্যবেক্ষণে বিদেশমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সহ একাধিক আধিকারিক নিয়ে গঠিত হয়েছে উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি। সেই কমিটিকেই আজ এই নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বলে জানা যাচ্ছে। প্রধানমন্ত্রী আফগানিস্থানে আটকে পড়া ভারতীয়দের নিরাপদে ফেরানো এবং আফগান নাগরিক, মূলত যারা সংখ্যালঘু তাদের ভারতের ফিরিয়ে আনার কাজে যোগ দিতে বলেছেন।

অন্যদিকে, তিনি এই নির্দেশ দিয়েছেন যে আফগানিস্তানের মাটিতে ভারত বিরোধী যেন কোন কাজ না হয় সেদিকেও নজর রাখতে হবে। আসলে মার্কিন সেনাবাহিনী আফগানিস্তান থেকে চলে যাওয়ায় ভারত সহ একাধিক দেশের উদ্বেগ বেড়েছে কারণ এখন আফগানিস্তান পুরোপুরি তালিবানদের মুক্তাঞ্চল। 

Leave a Reply