আবার দাম বাড়ল পেট্রোলের দাম

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজার দর। বাড়তে থেকে প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতেই অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রায় ৮৫ টাকা। তেলের দাম বেড়েছে আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও উত্তর দিনাজপুর।

অন্যদিকে জ্বালানির দাম কমেছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, হুগলিতে। কোচবিহারে পেট্রোলের দাম বেড়েছে ১.০৭ টাকা। জলপাইগুড়িতে পেট্রোলের দাম বেড়েছে ৫৮ পয়সা, নদিয়াতে তেলের দাম বৃদ্ধি পেয়েছে ৬২ পয়সা।

হুগলিতে পেট্রোলের দাম কমেছে ১০ পয়সা, উত্তর ২৪ পরগনায় দাম কমেছে ৩২ পয়সা, পশ্চিম মেদিনীপুরে ৩১ পয়সা। জলপাইগুড়িতে ৫৪ পয়সা এবং নদিয়ায় ৫৭ পয়সা বেড়েছে ডিজেলের দাম। যদিও কলকাতায় পেট্রোল, ডিজেলের দাম অপরিবর্তিত। লিটার পিছু পেট্রল ১০৬.০৩, ডিজেল ৯২.৭৬ টকায় বিকোচ্ছে।