দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে কিছুটা যেন স্বস্তি মিলল। বেশ কিছুটা সস্তা হল পেট্রোল, ডিজেলের দাম। প্রতিদিন সকালে তেল সংস্থাগুলির পক্ষ থেকে পেট্রোল ও ডিজেলের দাম প্রকাশ করা হয়ে থাকে।
প্রকাশ করা তথ্য অনুযায়ী, রাজধানী দিল্লিতে লিটার প্রতি পেট্রোল ও ডিজেল বিক্রি হচ্ছে যথাক্রমে ৯৪.৭২ টাকা ও ৮৭.৬২ টাকায়। মুম্বাইতে এক লিটার পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ১০৪.২১ টাকা ও ৯২.১৫ টাকা। কলকাতায় প্রতি লিটার পেট্রোল ও ডিজেল যথাক্রমে ১০৩.৯৪ এবং ৯০.৭৬ টাকা। নয়ডায় আজ পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ৯৪.৭২ ও ৮৭.৮৩ টাকা।
৯৪.৯০ এবং ৮৭.৭৬ টাকা লিটারে পেট্রোল ও ডিজেল বিক্রি হচ্ছে গুরগাঁওতে। লখনউতে পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি ৯৪.৬৫ এবং ৮৭.৭৬ টাকা। বারাণসীতে পেট্রোল ও ডিজেলের দাম প্রতি লিটার যথাক্রমে ৯৫.০৭ ও ৮৭.৭৬ টাকা।