দাম কমলো মাংসের

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজার দর। বাড়তে থেকে প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে বর্ষার কারণে কিছুটা যেন স্বস্তি মিলল। গত কয়েকদিন ধরেই চিকেনের দাম একটু কম। আর এবার গত কয়েক মাসের মধ্যে রেকর্ড কম দামে বিক্রি হচ্ছে মুরগির মাংস।

এদিকে মাছের বাজার দাপিয়ে বেড়াচ্ছে ইলিশ। রেকর্ড হারে কমল ইলিশের দাম। এইদিন কলকাতার বাজারে ইলিশ পাওয়া গেল ৫০০ থেকে ১৮০০ টাকার মধ্যে। ৭০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশের বিক্রি হয়েছে ১০০০ টাকায়। এবং ১ কেজি ওজনের ইলিশ মাছের দাম ছিল ১৩০০ – ১৫০০ টাকা।

রুই বিক্রি হয়েছে কেজি প্রতি ২০০ টাকায়। কাতলা বিক্রি হয়েছে কেজি প্রতি ৩০০-৩৫০ টাকায়। তেলাপিয়া বিক্রি হয়েছে প্রায় ২২০ টাকা প্রতি কেজিতে। এদিকে ট্যাংরা মাছের প্রতি কেজির দাম ৪০০ টাকা। পাশাপাশি কমেছে সবজির দাম-ও। দাম কমেছে কাঁচা লঙ্কারও।