দাম কমলো ইলিশের

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে ‘দানা’ ঘূর্ণিঝড় আরো শক্তিশালী হয়ে উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ উপকূলের দিকে এগিয়ে আসছে।

এই আতঙ্কের মাঝে বাঙ্গালীদের জন্য ইলিশ নিয়ে সুখবর। ১২০০, ১০০০ নয় ইলিশ পাওয়া যাচ্ছে একেবারে জলের দরে। মাত্র ২০০ টাকায় মিলছে ইলিশ। এবছর খুব একটা ইলিশ বাংলাদেশ থেকে ভারতে আসেনি। তবে এবার মুর্শিদাবাদের বিভিন্ন বাজারে ২০০ টাকা দরে ইলিশ বিক্রি হচ্ছে।

আসলে মুর্শিদাবাদের গঙ্গা তীরবর্তী বিস্তীর্ণ এলাকার মানুষ মূলত মাছ ধরেই জীবিকা নির্বাহ করেন। কিন্তু কয়েক বছর ধরে গঙ্গায় ইলিশ ফলন কম হওয়ার ফলে তাদের উপার্জনে টান পড়েছে। তবে কয়েক দিন ধরেই মৎস্যজীবীরা গঙ্গায় ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরতে পারছেন। ঘূর্ণিঝড় দানার দাপটে জলের উত্তালের কারণে গঙ্গায় প্রচুর মাছ ভেসে এসেছে।