কিছুটা বাড়ানো হলো রান্নার গ্যাসের দাম

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে এক ধাক্কায় বাড়লো রান্নার গ্যাসের দাম। তেল বিপণন সংস্থাগুলি জানিয়েছে, ৪১ টাকা বাড়লো ১৯ কেজির বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম।

আজ থেকে রাজধানী দিল্লিতে একটি ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম পড়বে ১৭৯৬.৫০ টাকা। ওদিকে কলকাতায় ১৯ কেজি সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ১৯০৮.০০ টাকা। ওদিকে মুম্বাইতে একটি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৭২৮.০০ থেকে বেড়ে হয়েছে ১৭৪৯.০০ টাকায় পৌঁছেছে। সেখানে চেন্নাইতে এই নয়া দাম হয়েছে ১৯৬৮.৫০ টাকা।

যদিও আপাতত মধ্যবিত্ত পরিবারের চিন্তার কোনোও কারণ নেই। কারণ, রান্নার গ্যাসের দামে কোনও পরিবর্তন আসেনি। বলা হয়েছে, ১৪ কেজির ডোমেস্টিক গ্যাস সিলিন্ডারের দাম প্রায় ৯০৩ টাকা, কলকাতায় ৯২৯ টাকা, মুম্বইতে ৯০২.৫০ টাকা এবং চেন্নাইতে ৯১৮.৫০ টাকা৷