বাড়তে থাকা কাঁচামালের দামের কারণে বাড়লো পাউরুটির দাম

প্রতি মুহূর্তে বাড়ছে বাজার দর, চাপ বাড়ছে মধ্যবিত্তদের ওপর৷ এই পরিস্থিতিতে চাপ বাড়ল আরো৷ অস্বাভাবিক হারে বেড়ে চলেছে কাঁচামালের দাম। এই ভাবে দাম বাড়তে থাকার কারণ দিখিয়ে আরও এক দফায় পাউরুটির দাম বৃদ্ধির ঘোষণা বেকারি মালিকদের সংগঠনের৷ এদিন ঘোষণা করা হলো তাদের তরফে৷ চলতি মাস থেকেই তা ধার্য করা হবে৷

আগামী ২০ নভেম্বর থেকে ৪০০ গ্রাম পাউরুটির দাম ২৮ টাকা থেকে বেড়ে হবে ৩২ টাকা ধার্য করা হচ্ছে। অন্যদিকে ২০০ গ্রাম পাউরুটির দাম ১৬ টাকা ও ১০০ গ্রামের পাউরুটির দাম ৮ টাকা হবে বলে পশ্চিমবঙ্গ বেকার্স কো অডিনেশন কমিটি এবং জয়েন্ট অ্যাকশন কমিটি যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে।