বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে ফের চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরের উপর ঘূর্ণিঝড় তৈরি হতে পারে।
যার জেরে শুক্রবার পর্যন্ত ওড়িশা উপকূলে ভারী বৃষ্টি হতে পারে। ওড়িশার পাশাপাশি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির জন্য সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই জারি হয়েছে সতর্কতা। পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ উপকূলে ঘূর্ণিঝড় ‘ডানা’ আড়ছে পড়ার প্রবল সম্ভাবনা।
আপাতত মনে করা হচ্ছে ‘দুর্বল’ এই ঘূর্ণিঝড়ের প্রভাবে খুব বেশি ক্ষয়ক্ষতি হবে না। তবে তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হবে। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে তারপর থেকেই দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে বদলে যাবে আবহাওয়া।