সুদের হার বাড়ানোয় চাপ বাড়ল মধ্যবিত্তদের

দিন প্রতিদিন দাম বাড়ছে জিনিষপত্রের। দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধিতে কার্যত নাভিশ্বাস মধ্যবিত্তের, তার মধ্যেই এই চরম আর্থিক অনটনের বাজারে এবার খবর মিলল আগামী দিনে বাড়তে চলেছে বাড়ি-গাড়ি ইত্যাদির ঋণের সুদের হার। জানা যাচ্ছে ব্যাঙ্কগুলিকে দেওয়া ঋণের উপর সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তথা আরবিআই। ৪ টাকা থেকে সুদের হার এক ধাক্কায় বেড়ে হয়েছে ৪ টাকা ৪০ পয়সা। এর জেরেই আগামী দিনে বাড়ি-গাড়িসহ নানা ঋণের ক্ষেত্রে বাড়তি টাকা গুনতে হতে পারে সাধারণ মানুষকে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞ মহল। জানা যাচ্ছে আরবিআই-এর এই সিদ্ধান্তের পরেই শেয়ারবাজারে নেমেছে ব্যাপক ধস। মাত্র কয়েক মিনিটের মধ্যেই হাজার সূচক খুইয়েছে সেনসেক্স। সব মিলিয়ে আগামী দিনে মধ্যবিত্তের পকেটের উপর যে আরও বড় কোপ পড়তে চলেছে, সে কথা একপ্রকার প্রায় নিশ্চিত।

বৈঠক ছিল আরবিআই-এর মুদ্রানীতি কমিটির। সেই বৈঠক শেষেই আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস এবং তিনি জানান রেপো রেট ০.৪০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে বিভিন্ন ব্যাংকগুলি কেন্দ্রীয় ব্যাঙ্কের থেকে চার টাকা সুদে ঋণ পায়। সেক্ষেত্রে রেপো রেট পয়েন্ট .৪০ শতাংশ বাড়ায় এরপর থেকে ব্যাঙ্কগুলির সুদের হার বেড়ে দাঁড়াচ্ছে ৪ টাকা ৪০ পয়সা। ফলে স্বাভাবিকভাবেই আগামী দিনে যে গ্রাহকদের উপরেই এই বাড়তি ঋণের বোঝা চাপাবে ব্যাঙ্কগুলি সেকথা এক প্রকার পরিষ্কার। আর তাতেই আগামী দিনে বিভিন্ন ঋণের ক্ষেত্রে সুদের হার তথা ইএমআইয়ে বাড়তি টাকা গুনতে হতে পারে গ্রাহকদের, এমনই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। অন্যদিকে বিশেষজ্ঞ মহলের দাবি আরবিআই-এর এই সিদ্ধান্তে গাড়ি বাড়ি বিক্রির ক্ষেত্রেও ব্যাপক মন্দা দেখা দিতে পারে। কারণ রেপো রেট বাড়লেই ঋণের সুদের হার বাড়বে। তাতেই এক ধাক্কায় যে হারে ইএমআই-এর পরিমাণ বাড়াবে ব্যাঙ্কগুলি তার জেরে অনেক সাধারণের স্বপ্নই হাতের বাইরে চলে যাবে। সেক্ষেত্রে কেনাবেচার ক্ষেত্রেও মন্দা দেখা দিতে পারে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদদের একাংশ।