বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্তে তৎপর হয়ে উঠেছে ইডি। এবার ইডির দাবি, কলকাতায় ‘লিপ্স অ্যান্ড বাউন্ডস প্রাইভেট লিমিটেড’ নামে সংস্থার চিফ অপারেটিং অফিসার হিসাবে এক সময়ে চাকরি করেছেন সুজয়কৃষ্ণ।
এই লিপ্স অ্যান্ড বাউন্ডস প্রাইভেট লিমিটেড’-এর অপর চিফ এগজ়িকিউটিভ অফিসার (সিইও) তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে লেখা হয়েছে, ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত ওই সংস্থার ডিরেক্টর পদেও ছিলেন অভিষেক।
অভিষেকের ২০১৪ বা ২০১৯ সালের লোকসভা ভোটে প্রার্থী হওয়ার সময়ে নির্বাচন কমিশনে জমা-দেওয়া হলফনামা পরীক্ষা করে দেখা যাচ্ছে, তাঁর ওই সংস্থার সঙ্গে যুক্ত থাকার কোনও তথ্য নেই। অনেকের মতে, লোকসভা ভোটে লড়ার আগে অভিষেক ওই সংস্থার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিয়েছিলেন।