বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ২০১৬ সালের প্যানেল বাতিল করায় চাকরি হারিয়েছেন প্রায় ২৬,০০০।
এবার জানা গেল, কালিম্পং ও দার্জিলিং পাহাড়ের প্রাথমিক শিক্ষক-শিক্ষিকাদের নিয়োগ সংক্রান্ত তথ্য সংগ্রহ করার কাজ শুরু হয়েছে। জিটিএ তথা গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের শিক্ষা বিভাগের তরফ থেকে দু’টি পাহাড়ি জেলার স্কুল বোর্ডের চেয়ারম্যানদের চিঠি পাঠানো হয়েছে।
জানা যাচ্ছে, সেখানে ২০১২-২০১৯ সাল অবধি প্রাথমিক শিক্ষক-শিক্ষিকাদের নিয়োগ সংক্রান্ত তথ্য দিয়ে একটি রিপোর্ট বানাতে বলা হয়েছে। কী কী নথি জমা করা হয়েছিল, অস্থায়ী শিক্ষকদের কীভাবে চাকরি রেগুলারাইজেশন হল সেই সব কিছু চেয়ারম্যানদের রিপোর্টে বিস্তারিত উল্লেখ করতে বলা হয়েছে।