চাপ বাড়তে চলেছে সন্দীপের ওপর

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হয়েছেন ওই হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এবার সেই সন্দীপ ঘোষের নার্কো অ্যানালিসিস করাতে চাইছে সিবিআই।

বাংলা নয়, গুজরাতে নিয়ে গিয়ে সন্দীপের নার্কো পরীক্ষা করাতে চাইছেন সিবিআই। আবেদন জানিয়ে খুব শীঘ্রই সিবিআই শিয়ালদহ আদালতের দ্বারস্থ হতে পারে। প্রসঙ্গত, গত ৯ আগস্ট আরজি কর হাসপাতালের চারতলার সেমিনার রুম থেকে উদ্ধার হয় মহিলা তরুণী চিকিৎসকের ক্ষত-বিক্ষত দেহ।

পরবর্তীতে জানা যায়, ধর্ষণ করে খুন করা হয়েছে ওই ডাক্তারকে। এই ঘটনার পর থেকেই একাধিক ইস্যুতে শিরোনামে আরজি করের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। জানা যাচ্ছে, দিল্লির সিএফএসএল এর রিপোর্টে সন্দীপের কিছু বয়ান ‘বিভ্রান্তিকর’ বলে উল্লেখ রয়েছে। তাই তদন্তের প্রয়োজনে সন্দীপের নার্কো অ্যানালিসিস করাতে চাইছে সিবিআই।