বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে মাস কয়েক আগেই সাংসদ পদ খারিজ হয়েছে ‘ঘুষের বিনিময়ে প্রশ্ন’ কাণ্ডে অভিযুক্ত প্রাক্তন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের।
এবার তার প্রাক্তন বন্ধু জয় অনন্ত দেহদ্রাইকে তলব করল সিবিআই। সিবিআইয়ের চিঠিতে বলা হয়েছে, ‘মহুয়া মৈত্রের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত’। সেই সাথে তাকে যাবতীয় তথ্য প্রমাণ নিয়ে আসার নির্দেশ দিয়েছে তদন্তকারী সংস্থা।
উল্লেখ্য, এর আগে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখে জানিয়েছিলেন, টাকার বিনিময়ে প্রশ্ন করেছেন মহুয়া। সেই সময় দেহাদ্রাইয়ের নাম করে নিশিকান্ত আরও বলেন, দেহাদ্রাই তাকে যে চিঠি দিয়েছেন, তার উপর ভিত্তি করেই তিনি এই অভিযোগ করছেন।