চাপ বাড়ল আরও, খারিজ হলো পর্ষদ সভাপতির আবেদন

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে কিছুদিন আগেই নিয়োগ দুর্নীতি মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পালকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট।

ওএমআর শিট সংক্রান্ত মামলায় হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে সম্প্রতি গৌতম পাল এবং ডেপুটি সেক্রেটারি পার্থ কর্মকারকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। পাশাপাশি গৌতম এবং পার্থকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের নির্দেশও দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বর্তমান পর্ষদ সভাপতি। তবে মিললো না সুরাহা। পর্ষদ সভাপতির রক্ষাকবচের আবেদন খারিজ করে দিলেন শীর্ষ আদালতের বিচারপতি অনিরুদ্ধ বোস এবং বেলা এম ত্রিবেদী।