চাপ বাড়ল রাজ্যের, মেটাতে হবে বড় অঙ্কের বকেয়া

চাপ বাড়ছে রাজ্যের ওপর, জোর ধাক্কা খেলো কোর্টে। হলদিয়া পেট্রোকেমিক্যালস মামলায় সুপ্রিম কোর্টে জোর বিপাকে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের কাছে শিল্পপতি পূর্ণেন্দু চট্টোপাধ্যায়ের টিসিজি গোষ্ঠীর দু’হাজার কোটি টাকা বকেয়া রয়েছে। এবার শীর্ষ আদালতে এই মামলা উঠতেই বড় নির্দেশ।

প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার বেঞ্চ অবিলম্বে এই বিপুল বকেয়া রাজ্যকে মেটানোর নির্দেশ দিয়েছে। সুপ্রিম নির্দেশ, কলকাতা হাই কোর্টের রেজিস্ট্রারের কাছে জমা দিতে রাজ্য সরকারকে। এর আগে ২০২৩ সালে বকেয়া ইস্যুতে মামলা হলে সুপ্রিম কোর্টের তিন অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়ে তৈরি বেঞ্চ সালিশি প্রক্রিয়ার মাধ্যমে রাজ্যকে সমস্ত বকেয়া অর্থ মেটানোর নির্দেশ দিয়েছিল।

পাল্টা সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় পশ্চিমবঙ্গ সরকার। প্রধান বিচারপতির বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, অবিলম্বে রাজ্যকে বকেয়া অর্থ মিটিয়ে দিতে হবে। এইচপিএল-কে বকেয়া প্রাপ্য ২৯৬৮.৩৩ কোটি টাকা দেবে রাজ্য সরকার।