চাপ বাড়ল রাজ্য সরকারের

বর্তমান শাসকদল বাংলার ক্ষমতায় আসার পর থেকেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রাজ্য সরকারের। একাধিক কারণ নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত পশ্চিমবঙ্গের বহু পুরনো ঐতিহ্য। একাধিক অভিযোগ রয়েছে বাংলার শাসকদল তৃণমূলের। এবার রেশনের টাকাও বন্ধ করল মোদী সরকার।

সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রেশন বাবদ বাংলার প্রাপ্য ৭ হাজার কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র। প্রসঙ্গত, গত ডিসেম্বরেই একাধিক খাতে বকেয়া নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় রাজ্যের ৬ কোটি ১ লক্ষ গ্রাহককে রেশন দেওয়ার কথা কেন্দ্রের। এবার এই পরিমাণ ৬ গ্রাহককে রেশন দেওয়ার জন্য কেন্দ্র যে টাকা পাঠায়, সেই টাকা দিয়ে রাজ্য ধান ক্রয় করে গ্রাহকদের দেয় রাজ্য।