উঠতে থাকা অভিযোগ ভুল বলে দাবি বিদ্যুৎমন্ত্রীর

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে আবার মাথা খারাপ করা বিদ্যুৎ বিল। গত বছর গ্রীষ্মে রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার বহু গ্রাহক বিদ্যুতের বিল নিয়ে অভিযোগ তুলেছিলেন।

যারা সিইএসসি-র গ্রাহক তারা মাসের শেষে বিদ্যুৎ বিল হাতে পেয়ে যান। তবে রাজ্যের অধিকাংশ মানুষই রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার গ্রাহক। যে কারণে সংস্থার উপর চাপও থাকে অনেক বেশি। প্রসঙ্গে রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, রাজ্যের অধিকাংশ গ্রাহক তিন মাসের বিল দিতেই বেশি আগ্রহী। যদিও সিংহভাগ গ্রাহকের দাবি, তিন মাসের বিল একসাথে এলে খরচ সামলানো যায়না।

অতিরিক্ত বিলের অভিযোগ প্রসঙ্গে বিদ্যুৎমন্ত্রী অরূপ বললেন, ‘এটা আদৌ হয় না। তিন মাসের বিলে ইউনিট প্রতি চার্জ বেশি পড়ে না। তিন মাসেও যা, তিন বছরেও তা-ই। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারই একমাত্র গোটা দেশে ৭.১২ টাকায় বিদ্যুৎ দেয়।’