বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার রাজ্যের একাধিক জায়গায় লোডশেডিং। রোজই ঘন্টার পর ঘন্টা ধরে লোডশেডিং। এই পরিস্থিতিতে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস বিদ্যুৎ ঘাটতির বিষয়টি একেবারেই অস্বীকার করেছেন।
তার দাবি, দূর্গাপুজো আসন্ন। পূজোর সময় যাতে বিদ্যুৎ পরিষেবা নিয়ে কোন রকম সমস্যার সম্মুখীন হতে না হয় তার জন্য প্রতিবছর পুজোর আগে থেকেই এই বিষয়ে প্রস্তুতি নেওয়া হয়, বিভিন্ন জায়গায় চলে রক্ষণাবেক্ষণের কাজ। তাই অনেক সময় শাটডাউন করা হয়ে থাকে।
দুদিন আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইট করে দাবি করেছিলেন তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে কয়লা সরবরাহ করতে পারছে না রাজ্য। তাই বিদ্যুৎ কেন্দ্রগুলো প্রয়োজনের তুলনায় উৎপাদন ক্ষমতা কমাতে বাধ্য হয়েছে। যার ফলে ঘাটতির পরিমাণ ১২০০ মেগাওয়াট।