অভিযোগের সত্যতা খতিয়ে দেখার নির্দেশ পুলিশকে

নির্বাচন শুরু থেকেই একাধিক প্রশ্ন, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পূর্ব নির্ধারিত সময়েই রাজ্যে সম্পন্ন হয়েছে পঞ্চায়েত ভোট। এই গণতন্ত্রে উৎসব শেষ হয়ে ফলাফল ঘোষিত হলেও সন্ত্রাসের ধারা অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতেই আদালতে শাসকদলের বিরুদ্ধে বিরোধীদের গুচ্ছ গুচ্ছ মামলা।

এরই মাঝে বিপদ বাড়লো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। ভোটের হিংসায় প্ররোচনা, উস্কানিমূলক মন্তব্যের দেওয়ার মতো অভিযোগ তুলে শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর দায়ের করার আবেদন জানিয়ে জনস্বার্থ মামলা করা হয়েছিল কলকাতা হাইকোর্টে।

এই মামলাতেই এদিন আদালতের নির্দেশ, শুভেন্দুর বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগের সত্যতা খতিয়ে দেখবে পুলিশ। অভিযোগের গ্রহণযোগ্যতা থাকলে সেই নিয়ে পুলিশকে এফআইআর দায়েরও অনুমতি দিল আদালত। মামলাকারীর অভিযোগ, ১৩ই জানুয়ারি থেকে শুরু করে ৮ই জুলাই পর্যন্ত নানা জায়গায় উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে হিংসায় অশান্তিতে প্ররোচনা দিয়েছেন শুভেন্দু।