বেশ কিছুদিন ধরে আলোচনার শিরোনামে সন্দেশখালি। রাজ্য রাজনীতিতেও কিছুটা প্রভাব ফেলেছে এই মামলা। এবার এই মামলায় বড় পদক্ষেপ। সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে ভুরি ভুরি।
খুন থেকে শুরু করে ধর্ষণ, বাদ নেই কিছুই। শাহজাহানের বিরুদ্ধে তিনটি খুনের মামলা উঠেছিল কলকাতা হাই কোর্টে। বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে ছিল শুনানি। সেই মামলাতেই তীব্র ভর্ৎসনার সম্মুখীন হয় পুলিশ। চার্জশিট থেকে কেন শাহজাহানের নাম বাদ দেওয়া হয়েছিল? জিজ্ঞেস করেন বিচারপতি।
তিনি জানতে চান, ‘অভিযুক্ত নম্বর ১-এ শেখ শাহজাহানের নাম রয়েছে। তাহলে বাদ দিলেন কেন? সাক্ষীরাও ওনার নাম জানিয়েছেন। তা সত্ত্বেও কেন বাদ দেওয়া হল?’ উত্তরে তদন্তকারী অফিসার বলেন, সাক্ষী বিশ্বাসযোগ্য না হওয়ায় শাহজাহানের নাম বাদ দেওয়া হয়েছিল। আগামী ১ এপ্রিল ফের শুনানি রয়েছে।