লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ঘোষিত হয়েছে আসন্ন ভোটের দিনক্ষণ। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় বাহিনীর ২২ কোম্পানির কমান্ড আধিকারিকদের ফোন নম্বর প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে কারণেই এমন সিদ্ধান্ত বলে দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
তাঁর দাাবি, কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে কোনও আক্রমণের ঘটনা ঘটলে, তার দায় বাহিনীর ওপরেই পড়বে। তাই ফোন করলে অভিযোগ শুনে ব্যবস্থা নিতে বাধ্য হবে তারা। কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছিল। প্রাথমিকভাবে ২২ কোম্পানি চাওয়া হয়েছিল কেন্দ্রের কাছে। সেই ২২ কোম্পানির কমান্ড আধিকারিকদের নাম ও ফোন নম্বর প্রকাশ করা হয়েছে বলে জানা যাচ্ছে।
রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশ প্রত্যেক জেলার এসপি, সিপিদের জানানো হয়েছে। প্রথম দফায় ২২ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী বেশিরভাগ জেলাতেই পৌঁছে যাচ্ছে। সেই বাহিনীকে দিয়েই স্পর্শকাতর অঞ্চলগুলিতে রুট মার্চ শুরু করানোর নির্দেশ নির্বাচন কমিশনের।