মহানন্দার জলে প্লাবিত ইংরেজবাজার পৌরসভার ৮, ৯, ১০ ও ১২ নম্বর ওয়ার্ডের বেশ কিছু নদী তীরবর্তী এলাকা। ঘর ছাড়া হাজারো পরিবার। ইংরেজবাজার পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের বালুচর বাবলা ঘাট ফ্লাট সেন্টারে প্রায় দুই শতাধিক বন্যার জলে ঘরবাড়ি ডুবে যাওয়া মানুষদের মধ্যে মুখ্যমন্ত্রীর দেওয়া ত্রিপল জামাকাপড় ও খাদ্য সামগ্রী সহ বিভিন্ন ধরনের ত্রাণ তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন জেলাশাসক নিতিন সিংহানিয়া, সদর মহকুমা শাসক পঙ্কজ তামা, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী, স্থানীয় ওয়ার্ডের কাউন্সিলর কাকলি চৌধুরী।
মুখ্যমন্ত্রীর পাঠানো ত্রান পেয়ে খুশি বন্যায় ঘরবাড়ি ছাড়া মানুষরা, আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে।