“সেফ ড্রাইভ সেভ লাইফ” কর্মসূচির মধ্যে দিয়ে সচেতন করা হল কালিয়াগঞ্জবাসীদের

পথ দুর্ঘটনা এড়াতে ট্রাফিক পুলিশের উদ্যোগে বাউল গানের মাধ্যমে এবং যমদূত ও কালদূত লাইভ স্ট্যাচু দিয়ে সাধারন মানুষদের সচেতন করা হল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে। রাজ্যজুড়ে পথ দুর্ঘটনা এড়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় “সেফ ড্রাইভ সেভ লাইফ” প্রকল্প চালু করা হয়েছে।

এই প্রকল্পের মধ্য দিয়ে ট্রাফিক পুলিশের উদ্যোগে বিভিন্ন সময় ট্রাফিক নিয়মের সম্পর্কে সচেতনতা মূলক শিবিরের আয়োজন করা হয়ে থাকে। যাতে মানুষ ট্রাফিক নিয়ম মেনে চলে এবং মোটরবাইক চালানোর সময় হেলমেট ব্যবহার করে।

বৃহস্পতিবার কালিয়াগঞ্জ থানার ট্রাফিক পুলিশের উদ্যোগে শহরের পঞ্চানন মোড়ে রাজ্য সড়কের পাশে বাউল গানের মধ্য দিয়ে সাধারন মানুষকে যেমন সচেতন করা হলো পাশাপাশি যমদূত ও কালদূত মডেল রাস্তায় নামিয়ে হেলমেট বিহিন মানুষদের সচেতন করল পুলিশ। পুলিশের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। উপস্থিত ছিলেন ছিলেন ট্রাফিক ওসি সুপ্রিয় বসাক সহ অন্যান্য ট্রাফিক অফিসারেরা।