আরজি করের ঘটনায় মমতা-র পদত্যাগের দাবিতে বিক্ষোভ বিরোধী দলের

আর জি কর হাসপাতালে তিলোত্তমার নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে সারা রাজ্যের সঙ্গে শিলিগুড়িতেও বিজেপির তরফে এলাকাভিত্তিক পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি করে বিজেপি। শিলিগুড়ির তিনবাতি মোড়ে ৩১ নম্বর জাতীয় সড়কে ডাবগ্রাম ফুলবাড়ী বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে রাস্তা অবরোধ হয়।

আরজি করের ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করে তাঁর পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি বিজেপির।এর সঙ্গে তিনি জানান, আগামী যতদিন যাবে এই আর জি কর হাসপাতালে ডাক্তার হত্যায় আসল দোষীদের ফাঁসি না হয় ও মহিলাদের সম্মান রক্ষাত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী পদত্যাগ না করা পযন্ত এই আন্দোলন আরও বড় আকারে করা হবে এবং বাংলার মানুষ এবার এই রাজ্যে ঘটে যাওয়া পর পর কঠোর বর্বরতার বিরুদ্ধে মুখ খুলছে এবং মুখ্যমন্ত্রীর  পদত্যাগের দাবিতে আমাদের এই আন্দোলনকে সমর্থন করছে।