বিরোধী দলের বিরুদ্ধে বড় অভিযোগ আনলেন বিরোধী দলনেতা। এবার তৃণমূলের বিরুদ্ধে বিরাট অভিযোগ তুলে সরব রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শাসকদলের ইন্ধনে পুকুর ভরাটের অভিযোগ নন্দীগ্রাম বিধায়কের।
বিরোধী দলনেতার কথায় দুর্গাপুজোর মধ্যেই কলকাতা পুরসভার ৬৬ নম্বর ওয়ার্ডে ২০ বিঘা সরকারি জমি ভরাট করছে সেখানেরই এক প্রোমোটার। শুভেন্দুর আরও অভিযোগ, গোটা এই ঘটনার পেছনে তৃণমূল ও শাসকদলের কাউন্সিলর ও মন্ত্রীদের মদত রয়েছে।
তার দাবি, ওই দীর্ঘদিন ধরে জমিতে কিছু উদ্বাস্তু বসবাস ও চাষ আবাদ করতেন। তাদের তুলে দেওয়া হয়েছে। শুভেন্দুর অভিযোগ এই বিষয়ে থানায় অভিযোগ দায়ের হলেও কোনো সুরাহা হয়নি। পুরসভা ওই জমির একাংশ শালি ও বাকি অংশটিকে জলাভূমি বলে উল্লেখও করা হয়েছে। তার দাবি এ ভাবে ওই জমি ভরাট করে তার উপর বহুতল গড়ে তোলা হলে সেখানের নিকাশি ব্যবস্থায় প্রভাব পড়বে।