আসন্ন নির্বাচনের পূর্বেই মমতার পাড়ায় কর্মসূচির পরামর্শ বিরোধী দলনেতার

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে এবার দলের কর্মী-সমর্থকদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় কর্মসূচি নেওয়ার পরামর্শ দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রয়োজনে তিনি নিজেও সেই কর্মসূচিতে থাকবেন বলে জানিয়েছেন।

তার মতে, মুখ্যমন্ত্রী ও অভিষেকের পাড়ার সাধারণ মানুষ তৃণমূলের উপর রীতিমতো ক্ষুব্ধ। তবে কোনও বিকল্প না পাওয়ায় শাসকদলের বিরুদ্ধে কেউ ‘ভয়ে’ মুখ খুলতে পারছেন না। দলের কর্মীদের বার্তা দিয়ে শুভেন্দু বলেন, ওই দুই জায়গায় বিজেপির কর্মসূচী বাড়াতে হবে।

শুভেন্দু আরও বলেন, কেবল কোনো ভোটের আগে নয়, গোটা বছর ধরে সেখানে রাজনৈতিক কর্মসূচী চালাতে হবে। তবেই মানুষের ভয় কাটবে, মানুষ ভরসা পাবেন। আর এসব না হলে একটা ওয়ার্ডেও জয়লাভের মতো জায়গায় থাকবে না। যেসব জায়গাগুলিতে তৃণমূলের নিজেদের মধ্যে সমস্যা বা বিরোধ রয়েছে, সেই এলাকা গুলি টার্গেট করে বিজেপিকে রাজনৈতিক ভাবে জমি তৈরি করতে হবে বলেও বার্তা দিয়েছেন দলনেতা।