বড় স্বস্তি পেলো রাজ্যের বিরোধী দলনেতা

বিগত বেশ কিছুদিনের অস্বস্তি কাটিয়ে এবার বড় স্বস্তি পেলো রাজ্যের গেরুয়া শিবির। বড় অস্বস্তির মাঝে সব মামলা থেকে সাময়িক ভাবে মুক্তি পেলো রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একদিকে কলকাতা হাইকোর্টে বিরাট স্বস্তি পেলেন আর অন্যদিকে চাপ বাড়ল রাজ্য সরকারের। কারণ বিরোধী দলনেতার করা মামলায় পুলিশকে তীব্র ভর্ৎসনা করলেন বিচারপতি রাজা শেখার মান্থা। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে করা ১৭ টি মামলার ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে আদালত।

এই মামলার শুনানিতে শুভেন্দু অধিকারীর আইনজীবী আদালতে দাবি করেন, শুধুমাত্র প্রতিহিংসার কারণে গত ২৬ মাসে পুলিশ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একের পর অভিযোগ দায়ের করেছে। তাঁর অভিযোগ, শুভেন্দু অধিকারী শাসক দল ছেড়ে অন্য রাজনৈতিক দলে যোগদান করায় তাঁর বিরুদ্ধে প্রতিহিংসামূলক আচরণ করছে রাজ্য সরকার। তার জন্যই পুলিশ একাধিক মামলা দায়ের করছে তাঁর বিরুদ্ধে।

তবে বিচারপতির বক্তব্য, পুলিশ রাজ্যের বিরোধী দলনেতার গতিপ্রকৃতি আটকাতে রাজ্যের হয়েই কাজ করছে তা বলার অপেক্ষা রাখে না। আরও বলা হয়েছে, পুলিশ স্বেচ্ছায় অথবা কারোর নির্দেশে একজন মানুষের বিরুদ্ধে এফআইআর-এর বন্যা বইয়ে দিচ্ছে। আসলে এর আগে আদালত পুলিশকে নির্দেশ দিয়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ভবিষ্যতে কোনও এফআইআর করলে হাইকোর্টের অনুমতি নিতে হবে। কিন্তু রাজ্যের পুলিশ তাতে কর্ণপাত করেনি বলেই অভিযোগ উঠেছে।