চলতি বছর শ্রাবণের প্রারম্ভ থেকেই ইলিশের আমদানি প্রচুর। কলকাতার বাজারগুলিতে বেশ ভালোরকম রয়েছে ইলিশ মাছের যোগান। বর্ষার কারণে কিছুটা যেন স্বস্তি মিলেছিল ইলিশের দামে। এরই মাঝে বিশ্বকর্মা পুজোর আগে, আজ বাঙালির ঘরে ঘরে চলছে রান্নাপুজোর প্রস্তুতি। এই পুজোরই এক বিশেষ উপকরণ ইলিশ মাছ।
কিন্তু এবছর রান্নাপুজোয় ইলিশ মাছের আকাল। শনিবার দুর্যোগের কারণে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি ছিল। যেই কারণে ইলিশ শিকার না করেই ফিরতে হয়েছে মৎস্যজীবীদের। আর সেই কারণেই ইলিশ মাছের আকাল গোটা রাজ্যজুড়ে। যার ফলে ইলিশের দাম আকাশছোঁয়া।
প্রচুর আর্থিক ক্ষতির মুখোমুখি হয়েছেন ক্ষুদ্র ও পাইকারী মাছ বিক্রেতারা। ছোট ইলিশের দাম ৭০০-৭৫০ টাকা কেজি। এক কেজি ওজনের ইলিশের দর দাঁড়িয়েছে ১৫০০-২০০০ টাকা। যার জেরে পকেটে ব্যাপক টান আম-বাঙালির। নিয়মরক্ষা করতে অল্প করেই ইলিশ মাছ কিনছেন তারা।