প্রতি নিয়ত বেড়েই চলেছে দেশের মৃত্যুর সংখ্যা

সংক্রমণের সংখ্যা কমলেও দেশে লামাগছাড়া ভাবে বাড়ছে করোনায় মৃত্যুর সংখ্যা। এখনও প্রায় লাগামছাড়া দৈনিক মৃত্যু। আজ ১ হাজার ২০০ ছাড়িয়ে গিয়েছে এই সংখ্যা যা অবশ্যই দুশ্চিন্তার! তবে দৈনিক সংক্রমণের হার আজ কিছুটা কমেছে তুলনায়। তবে আজ দৈনিক আক্রান্তের সংখ্যা গতকালের তুলনায় বেড়েছে। সব মিলিয়ে দেশের করোনা ভাইরাস পরিস্থিতি একটু একটু করে হয়তো ভাল জায়গায় ফিরছে কিন্তু কাঁটা সেই মৃত্যুই। ওমিক্রন প্রজাতি নিয়েও একটা চাপা আতঙ্ক রয়ে গিয়েছে, কারণ তার সাব ভ্যারিয়েন্ট অনেক দেশে ছেয়ে গিয়েছে ইতিমধ্যেই। আবার চলতি টিকাও তা ঠেকাতে পারবে না বলেই অনুমান।

শেষ পাওয়া তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৭১ হাজার ৩৬৫ জন। যা গতকালের তুলনায় সাড়ে ৫ শতাংশ বেশি। গত ২৪ ঘণ্টায় দেশের করোনা সংক্রমণের হার কমে হয়েছে ৪.৫৪ শতাংশ। এই একই সময় মৃত্যু হয়েছে ১ হাজার ২১৭ জনের, যার মধ্যে কেরলেই মৃত্যু হয়েছে ৮২৪ জনের। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৪ লক্ষ ১০ হাজার ৯৭৬ জন কোভিড আক্রান্ত হয়েছেন। মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ০৫ হাজার ২৭৯ জনের। এদিকে এখনও পর্যন্ত দেশের মোট টিকাকরণ হয়েছে ১৭০ কোটি ৮৭ লক্ষ ০৬ হাজার ১০৫ ডোজ, গত ২৪ ঘণ্টায় হয়েছে ৫৩ লক্ষ ৬১ হাজার ০৯৯ ডোজ। পাশাপাশি দেশের সুস্থতার হার এখনও রয়েছে ৯৫ শতাংশের ওপরেই।

এদিকে, এরই মধ্যে আরও এক বার উদ্বেগের খবর দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷ আশঙ্কা প্রকাশ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অতিমারি বিশেষজ্ঞ মারিয়া ভ্যান জানিয়েছেন, আগামী দিনে কোভিডের যে পরিবর্তিত রূপ আসতে চলেছে, সেটি ওমিক্রনের চেয়েও অনেক বেশি ক্ষতিকর ও সংক্রামক হতে পারে। তাঁর কথায়, কোভিডের নয়া রূপ নিশ্চিত ভাবেই চিন্তার কারণ হবে কারণ এটা অনেক বেশি সংক্রামক হতে চলেছে। যা বর্তমান সবকটি রূপকে ছাপিয়ে যেতে পারে।