করোনা সংক্রমণের মৃত্যুর সংখ্যা চিন্তা বাড়ছে রাজ্যে

রাজ্যে বাড়ন্ত করোনা সংক্রমণকে রুখতে জারি হয়েছে একাধিক কড়া বিধিনিষেধ। এর ফলে করোনা বিধির সুফল কিছুটা হলেও মিলছে৷ আজ আবার রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। তবে মৃত্যু নিয়ে একটা চিন্তা রয়েই গিয়েছে। তবে কলকাতা এবং উত্তর ২৪ পরগনায় আক্রান্ত অনেকটাই কমেছে তুলনায় যা স্বস্তির ব্যাপার। রাজ্যের আজ কিঞ্চিত বেড়ে হল ৯.০২ শতাংশ। এদিকে সুস্থতার হার ৯৬.১৬ শতাংশ। এই আবহে বাংলায় RT-PCR টেস্টের খরচ কমেছে। আইসিএমআর অনুমোদন প্রাপ্ত রাজ্যের বেসরকারি ল্যাবগুলিতে RT-PCR টেস্ট করতে এতদিন পর্যন্ত খরচ পড়ত ৯৫০ টাকা। এখন থেকে এই টেস্টের জন্য খরচ লাগবে ৫০০ টাকা। এই মর্মে ইতিমধ্যেই নির্দেশিকা জারি করেছে ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্ট্যাবলিস্মেন্ট রেগুলেটরি কমিশন।

রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬০৮ জন। সংক্রমিত জেলাগুলির মধ্যে আজ আবার প্রথম স্থানে উত্তর ২৪ পরগনা। নতুন করে সেখানে সংক্রমিত যথাক্রমে ৫২৪ জন এবং কলকাতা দ্বিতীয়, সেখানে সংক্রামিত ৪২৩ জন। দক্ষিণ ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় ৪১১ জন ভাইরাস আক্রান্ত হয়েছে। সব মিলিয়ে রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা ১৯ লক্ষ ৮২ হাজার ৮৬২ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৬ জনের মোট মৃত্যু হয়েছে ২০ হাজার ৪৮১ জনের। অন্যদিকে, একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ১৫ হাজার ২১৬ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৯ লক্ষ ০৬ হাজার ৬৫৬ জন। বর্তমানে রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা ৫৫ হাজার ৭২৫ জন।

এদিকে ওমিক্রন আক্রান্তের মাঝেই নতুন আতঙ্ক দেখা দিয়েছে যার নাম ‘স্টেলথ ওমিক্রন’। এটি আসলে ওমিক্রনের নয়া সাব-স্ট্রেন। এর নাম দেওয়া হয়েছে বিএ.২। গত ডিসেম্বর মাসে এই নয়া স্ট্রেনের খোঁজ মিলেছিল। তারপর থেকেই আতঙ্ক যে আরও মারাত্মক কিছু প্রজাতি হয়তো ছড়াতে পারে বিশ্বজুড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগেই জানিয়েছিল যে, ওমিক্রনের মোট তিনটি সাব-স্ট্রেন রয়েছে। এখনও পর্যন্ত গোটা বিশ্বে যত ওমিক্রন সংক্রমণ হয়েছে, তার মধ্যে থেকে দেখা গিয়েছে যে ৯৯ শতাংশই বিএ.১ সাব-স্ট্রেন। এখন আবার বিএ.২ নিয়ে আতঙ্ক সৃষ্টি হল।

Leave a Reply