রাজধানীতে বাড়ছে করোনা সংক্রমনের সংখ্যা

বেশ কিছুদিনের স্বস্তির পর আবার একবার বাড়ছে চিন্তা দেশের করোনা সংক্রমনের সংখ্যা নিয়ে। নতুন করে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। দেশের মধ্যে সব থেকে খারাপ অবস্থা রাজধানীর। দিল্লিতে হু হু করে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। যার জেরে নতুন করে করোনা বিধির ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। তবে যে হারে দিল্লির করোনা অবস্থার অবনতি হচ্ছে, তাতে রাজধানীতে নতুন করে লকডাউন ঘোষণা করা হতে পারে বলে জানা গিয়েছে।

দিল্লিতে লকডাউন হবে কি না, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লি প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগামী চার পাঁচদিন রাজ্যের করোনা পরিস্থিতির ওপর নজর রাখা হবে। তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে। দিল্লিতে যদি সংক্রমণের হার পাঁচ শতাংশের বেশি হয়, সেক্ষেত্রে দিল্লি সরকার শহরে কারফিউ জারি করতে পারে। সমগ্র দিল্লিতে একসঙ্গে কারফিউ জারি করবে না বলেই জানা গিয়েছে। ছোট ছোট এলাকা কনটেইমেন্ট জোনে ভাগ করে কারফিউ জারি করা হতে পারে বলে মনে করা হচ্ছে। 

অন্যদিকে, দিল্লি স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, বর্তমানে পরিস্থিতি বিচার করে এখনই কারফিউ জারি করা প্রয়োজন। তবে হাসপাতালে করোনা রোগীর সংখ্যা যতক্ষণ না বাড়ছে, কারফিউ বা লকডাউন ঘোষণা করা ঠিক হবে না বলেই অধিকাংশ বিশেষজ্ঞ মনে করছেন। সারা দেশের পাশাপাশি দিল্লিতেও বর্তমানে উপসর্গহীন আক্রান্তের সংখ্যা বেশি। দিল্লিতে বর্তমানে মোট করোনা আক্রান্তের দুই থেকে তিন শতাংশ রোগীকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তাই বিশেষজ্ঞরা জানিয়েছেন, কোনও রকম বিধি নিষেধ আরোপ না করে শুধু সতর্কতা অবলম্বন করে এই পরিস্থিতির মোকাবিলা করা সম্ভব।