এবার ধীরে ধীরে লাগামছাড়া হচ্ছে দেশের করোনা সংক্রমন পরিস্থিতি। বেশ কয়েকদিন ধরে দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও গত এক সপ্তাহে দেশজুড়ে ফের শুরু হয়েছে সংক্রমণের বাড়বাড়ন্ত। এক সপ্তাহের মধ্যেই দেশে করোনার সংক্রমণের হার এক ধাক্কায় প্রায় দ্বিগুণ বেড়েছে। আর তাতেই কার্যত রাতের ঘুম উড়েছে চিকিৎসক মহলের। কেন্দ্রের হিসাব বলছে, গত ১৮ থেকে ২৪ এপ্রিলের মধ্যে দেশে মোট ১৫ হাজার ৭০০ জন নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন, যেখানে তার আগের সপ্তাহে করোনা সংক্রমনের মাত্র ৮ হাজারের মধ্যে ঘোরাফেরা করেছে। অর্থাৎ এক ধাক্কায় দেশে প্রায় ৯৫ শতাংশ বেড়েছে সংক্রমণের হার।
কেন্দ্রীয় পরিসংখ্যান অনুযায়ী আপাতত দেশের ১২ টি রাজ্যে করোনার এই বাড়বাড়ন্ত পরিলক্ষিত হচ্ছে। গত সপ্তাহের শুরু থেকেই দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশের মতো একাধিক রাজ্যে কার্যত লাফিয়ে লাফিয়ে বেড়েছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। সেইসঙ্গে কেরল, মহারাষ্ট্র তো রয়েছেই। উল্লেখ্য, ওমিক্রনের ঢেউয়ের পরে দেশজুড়ে যখন করোনা পরিস্থিতির ইতিবাচক উন্নতি হয়েছে তখনও দক্ষিণের রাজ্য কেরলে কিন্তু করোনায় আক্রান্ত এবং মৃতের সংখ্যা বেড়েছে লাগামছাড়া হারে। কিন্তু এবার একা কেরল নয়, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী গত এক সপ্তাহে মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, পশ্চিমবাংলা, রাজস্থান এবং পঞ্জাবেও করোনায় আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েছে।
এর মধ্যে সবথেকে খারাপ পরিস্থিতি দিল্লির। এপ্রিল মাসের শুরুতেও দিল্লিতে করোনার অ্যাক্টিভ কেসের সংখ্যা ২২০০-এর আশেপাশে ঘোরাফেরা করেছে। কিন্তু গত সপ্তাহে সেই সংখ্যাটাই এক ধাক্কায় বেড়ে ৬৩২৬-এ পৌঁছেছে। তবে ঠিক কি কারণে ফের বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণ আক্রান্তের সংখ্যা তা এখনো স্পষ্ট নয়। চলতি মাসের প্রথম দিকেই ভারতে করোনার নতুন সাব ভেরিয়েন্ট XE-এর সন্ধান মেলে। আর তা ঠিক এক সপ্তাহ পর থেকেই ফের উল্কার গতিতে ছড়াচ্ছে সংক্রমণ। কিন্তু তার জন্য ওমিক্রনই দায়ী কিনা সেতা এখন স্পষ্ট নয়।
তবে সংক্রমণ বাড়লেও দেশের করোনায় মৃত্যুর হার কিন্তু এখনো সন্তোষজনক পর্যায়ে রয়েছে। বিগত কয়েক দিনে দৈনিক আক্রান্তের সংখ্যা যেভাবে উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে তা দেখে চিকিৎসকরা উদ্বেগ প্রকাশ করেছেন বটে, তবে সেই সঙ্গে তারা এটাও জানিয়েছেন যে দৈনিক আক্রান্ত এবং অ্যাক্টিভ কেসের সংখ্যায় বড়সড় পরিবর্তন দেখা দিলেও করোনায় মৃত্যুর সংখ্যায় এখনও তেমন কোনও পরিবর্তন দেখা যায়নি। মৃতের সংখ্যার নিরিখে এখনও প্রথম স্থানে অবস্থান করছে দক্ষিণের রাজ্য কেরল। উল্লেখ্য, গত একদিনে দেশে করোনায় নতুন করে সংক্রমিত হয়েছেন ২৫৪১ জন। অন্যদিকে করোনায় মৃত্যু হয়েছে ৩০ জনের।