দেশের করোনা সংক্রমণ স্বস্তি দিলেও এবার চিন্তা বাড়ছে রাজ্যের সংক্রমনের সংখ্যা নিয়ে। স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ৫৩৭ জন। আসন্ন পূজার আগে চিন্তা ধরাচ্ছে সংক্রমণের এই সংখ্যা। এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ১৫ লক্ষ ৬২ হাজার ৭১০ জন। গত ২৪ ঘণ্টা করোনায় মৃত্যু হয়েছে ১৪ জনের। সর্বোচ্চ মৃত্যুর সাক্ষী রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ জনের। মঙ্গলবার পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১৮ হাজার ৬৭৮ জনের। রাজ্যে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ৭ হাজার ৭৪১ জন। এদিকে সংক্রমিতের হার বা পজিটিভিটি রেট কমে দাঁড়িয়েছে ১.৬২ শতাংশ। কোভিড-১৯-কে হারিয়ে একদিনে সুস্থ হয়েছেন ৫৯২ জন। অর্থাৎ দৈনিক করোনাজয়ীর সংখ্যা দৈনিক সংক্রমিতের চেয়ে বেশি। এ যাবৎ মোট সুস্থ হয়েছেন ১৫ লক্ষ ৩৬ হাজার ২৯১ জন। রাজ্যে সুস্থতার হার ৯৮.৩১ শতাংশ এবং আক্রান্তের হার ১.২০ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, ২০ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ৮১ কোটি ৮৫ লক্ষ ১৩ হাজার করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে। গত একদিনে টিকাকরণ হয়েছে ৯৬.৪৬ লক্ষ জনের। এদিকে সংক্রমিতের হার বা পজিটিভিটি রেট কমে দাঁড়িয়েছে ১.৬২ শতাংশ।
Related Posts
বড় খুশির খবর, এই মুহূর্তে প্রায় একশো শতাংশ কাছাকাছি সুস্থ দেশে
তবে কি এবার করোনা মুক্তির পথে দেশ? তৃতীয় ঢেউয়ের আতঙ্ক কাটিয়ে উঠেছে দেশ। করোনা ভাইরাস চতুর্থ ঢেউ আসবে এই রকম কোনও দাবি এখন আর করা হচ্ছে না। অধিকাংশের মতেই, করোনার চতুর্থ ঢেউ আর কোনও প্রভাব ফেলবে না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে…
সংক্রমণে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর ঘটনা বাড়ছে দিল্লিতে
শুরু থেকেই আশংকা ছিল যে করোনা সংক্রমনের তৃতীয় ঢেউয়ে সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে শিশুরা। তবে কি এবার সত্যি হতে চলেছে সেই চিত্র? ধীরে ধীরে শিশু মৃত্যুর ঘটনা আরও যেন মর্মান্তিক আকার নিয়েছে রাজধানী দিল্লিতে। গত চারদিনে সেখানে মৃত্যু…
India logs 48,786 new COVID-19 cases, recovery rate at 96.97%
India on Thursday recorded 48,786 new COVID-19 cases in the last 24 hours. Active cases are now below 8 lakh mark at 5,23,257. Active cases constitute 1.72% of total cases.In the last 24 hours, 61,588 patients recovered from the infection.…