বেশ খানিকটা স্বস্তির পর আবার চিন্তা বাড়ছে রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যা নিয়ে। করোনাভাইরাস নতুন প্রজাতির আতঙ্কের মধ্যেই পজিটিভিটি রেট বেড়ে গেল বাংলায়। পাশাপাশি বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাও যা নিয়ে এখন নতুন করে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে শহর কলকাতার আক্রান্তের সংখ্যাও কিছুতেই কম হচ্ছে না। যা আলাদা করে চিন্তার বিষয়।
করোনাভাইরাস তথ্য অনুযায়ী বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪১৪ জন এবং তাদের মধ্যে ১৪৫ জন কলকাতার। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা, সেখানে একদিনে আক্রান্ত ৬২ জন। সব মিলিয়ে রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লক্ষ ২৭ হাজার ৪৯০ জন। এই একই সময় বাংলায় মৃত্যু হয়েছে ৭ জনের, সব মিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৬৭৬ জন। উদ্বেগজনক ভাবে গত ২৪ ঘণ্টায় বাংলায় একটু কমেছে পজিটিভিটি রেট, তা হয়েছে ১.২১ শতাংশ। স্বস্তির খবর, গত একদিনে রাজ্যে বেড়েছে সুস্থতার হারও। সব মিলিয়ে করোনাজয়ীর সংখ্যা ১৬ লক্ষ ৩৪০ জন। যদিও আপাতত করোনাভাইরাস নতুন প্রজাতি নিয়ে চিন্তার কিছু নেই সেটা স্পষ্ট করে দিয়েছে কেন্দ্রীয় সরকার।
তাও ওমিক্রন নিয়ে উদ্বেগ বাড়ছে। কারণ রবিবারও আরও দু’জন বিদেশ ফেরতের শরীরে কোভিড-১৯ ভাইরাসের হদিশ মিলেছিল। সোমবার সংখ্যাটা বেড়ে দাঁড়াল ৪। এদিকে শহরবাসীর কথা মাথায় রেখে উৎসবের দিনগুলিতে রাত্রিকালীন বাস সার্ভিস চালু করছে রাজ্য সরকার। পাশাপাশি, বাড়ছে মেট্রোর সংখ্যাাও। যদিও কোভিড বিধি মানার ব্যাপারে রয়েছে নির্দেশ।
জানা গিয়েছে, ২৪, ২৫, ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি মিলবে নাইট বাস সার্ভিস। শুধু সরকারি নয়, রাত পর্যন্ত থাকবে বেসরকারি বাসও। পার্কস্ট্রিট এলাকার আশেপাশে থাকবে বাস যাতে সেখান থেকে কারোর ফিরতে কোনও সমস্যা না হয়। অন্যদিকে, মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে যে, যাত্রী সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মেট্রোর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এখন সোমবার থেকে শুক্রবার পর্যন্ত দিনে ২৭২টি মেট্রো চলে। ২৫ ডিসেম্বর থেকে এই সংখ্যাটা বেড়ে হবে ২৭৬। শনিবারও বাড়ছে মেট্রোর সংখ্যা। কমপক্ষে ১০ টি মেট্রো বাড়বে ওইদিন।