রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। এবার একটি বড় সিদ্ধান্ত নিয়েছে রেল। যেখানে, বন্দে ভারত এক্সপ্রেসের কোচের সংখ্যা কমানোর বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
গত বছরের সেপ্টেম্বর থেকে মহারাষ্ট্রের নাগপুর এবং তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদের মধ্যে শুরু হওয়া বন্দে ভারত এক্সপ্রেসে ৬ মাসের মধ্যে বড়সড় পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসলে, যাত্রীদের অপ্রতুলতার কারণে সেন্ট্রাল রেলওয়ের নাগপুর ডিভিশন ২০১০১ এবং ২০১০২ নম্বরের বন্দে ভারত এক্সপ্রেসের কোচের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে।
চন্দ্রপুর এবং বল্লারশাহ স্টেশনের ওপর দিয়ে চলাচল করা নাগপুর-সেকেন্দ্রাবাদ বন্দে ভারত ট্রেনটিতে পর্যাপ্ত যাত্রীর অভাব পরিলক্ষিত হয়। ট্রেনটি ৭০ শতাংশের বেশি যাত্রীশূন্য অবস্থায় চলাচল করত। এই কারণে ওই ট্রেনের বগি কমানোর সিদ্ধান্ত নিয়েছে সেন্ট্রাল রেল।