সম্প্রতি রাজ্যে জুড়ে সৃষ্টি হয় তোলপাড় পরিস্থিতির। সম্প্রতি রাম নবমীর জেরে রাজ্যে হিংসাত্মক হয়ে ওঠে হাওড়া, রিষড়া, ডালখোলা। রাম নবমী থেকে শুরু করে বেশ কিছুটা সময় ধরে চলতে থাকা সংঘর্ষ ও অশান্তির ঘটনার তদন্তের ভার ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি তথা এনআইএ-কে দিল কলকাতা হাইকোর্ট।
কলকাতা উচ্চ আদালতের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের নেতৃত্বে ডিভিশন বেঞ্চ এদিন নির্দেশ দেয়, দু’সপ্তাহের মধ্যে ওই অশান্তির ঘটনা নিয়ে যাবতীয় তথ্য এনআইএ-র হাতে তুলে দিতে হবে। কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়, রাম নবমীতে যে অশান্তির ঘটনা ঘটেছে তা সম্পূর্ণ ভাবে রাজ্যের আইনশৃঙ্খলার বিষয়। এ ব্যাপারে কেন্দ্রীয় তদন্ত এজেন্সির কোনও এক্তিয়ারই নেই।
দুই পক্ষের সওয়াল শোনার মামলার রায়দান স্থগিত রাখা হয়েছিল। সেই মামলার রায়েই এনআইএ তদন্তের নির্দেশ দিল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। রিষড়ার ঘটনার পাল্টা প্রতিক্রিয়ায় একদিন রাতে ট্রেন অবরোধও হয়। পরিস্থিতি দেখতে ঘটনাস্থলে যান রাজ্যপাল সিভি আনন্দ বোসও।