আগামী মাসের ১০ তারিখে পরবর্তী শুনানির তারিখ

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে গরু পাচার মামলায় আদালতে হাজিরাই দেওয়া হল না ‘বীরভূমের বাঘ’ অনুব্রত মণ্ডলের।

আসানসোলের বিশেষ সিবিআই আদালতে গরু পাচার সংক্রান্ত মামলা চলছে। বহু চেষ্টা করেও তিহাড় জেল কর্তৃপক্ষের সঙ্গে কোনও ভাবেই অনলাইনে সংযোগ করতে পারে নি আসানসোল আদালত। ফলে বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ভাগ্য আপাতত ঝুলে রইল।

পাশাপাশি হাজিরা দিতে পারেননি অনুব্রত মন্ডলের দেহরক্ষী সাইগল হোসেনও। ফলে জামিনের আবেদনও করতে পারলেন না তাদের আইনজীবীরা। আগামী ১০ অগাস্ট এই মামলাটির পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছেন আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক। ঝুলে রইল সাইগলের ভাগ্যও।