রাজ্যের নয়া চিন্তাভাবনায় আগামী বছর থেকেই বদলে যাবে নিয়ম

বদল করা হল নিয়ম, রাজ্য সরকারের তরফে নয়া ঘোষণা। আগামী বছর থেকেই লাঘু হবে এই নিয়ম, এর ফলে অনেকেই উপকৃত হবে। দীর্ঘ সময় ধরে হওয়া বিবাহ রেজিস্ট্রেশনের অসুবিধেকে ঠিক করতে তৎপর হল রাজ্য সরকার। এবার ‘তৎকাল বিয়ে’ শুরু হতে চলেছে রাজ্যে। এর অর্থ সামাজিকভাবে বিবাহ অনুষ্ঠান হওয়ার পর একদিনের মধ্যে রেজিস্ট্রি করা সম্ভব হবে।

এতদিন পর্যন্ত এই পদ্ধতি চালু ছিল শুধুমাত্র দিল্লিতে। এবার দিল্লির দেখানো পথেই হাঁটতে চলেছে পশ্চিমবঙ্গ। সামাজিক বিয়ের পর বিবাহ রেজিস্ট্রি করার জন্য বর্তমানে সাত দিন সময় লাগে। এবার সেই ঝামেলা অনেকটাই কমতে চলেছে বলা যায়। মাত্র এক দিনেই সম্পন্ন হবে বিবাহ প্রক্রিয়া।

উল্লেখ্য, এই ‘তৎকাল বিবাহ’ শুধুমাত্র হিন্দু বিবাহ অ্যাক্টেই বলবৎ হবে। এই বিবাহ নিয়ম বদলের খসড়া ইতিমধ্যেই প্রস্তুত হয়ে গিয়েছে। মন্ত্রিসভার অনুমোদন পেলেই তা বলবৎ হয়ে যাবে আমাদের রাজ্যে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২০২৪ সালেই এই নিয়ম শুরু হয়ে যাবে বাংলায়। এর আগে রাজ্য সরকার বিবাহ রেজিস্ট্রেশন এর সুবিধা চালু করে বিভিন্ন সাব রেজিস্ট্রি অফিসগুলিতে।