বাঙালির কাছে দুর্গাপূজা একটা আবেগ। রাজ্য বা দেশের গন্ডি ছাড়িয়ে ইউনেস্কোর স্বীকৃতি পেয়ে বর্তমানে গোটা বিশ্বের দরবারে সমাদৃত বাঙালির দুর্গোৎসব। প্রতিবছরই দুর্গাপুজোয় মণ্ডপ, প্রতিমা, আলোকসজ্জায় সেজে ওঠে চারদিক। এই আবহে এবার সরকারি স্কুল শিক্ষকদের জন্য দারুণ সুখবর।
সরকারি স্কুল শিক্ষকদের পেনশন নিয়ে জটিলতা আজকের নয়। সম্প্রতি এই নিয়ে বড় ঘোষণা করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এবার সেই নির্দেশ কার্যকর করতেই ইতিমধ্যেই বিকাশ ভবন থেকে রাজ্যের প্রত্যেকটি জেলার স্কুল ইনস্পেক্টরদের কাছে সেই চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে।
রিপোর্ট অনুযায়ী, নকুল চন্দ্র দাস বনাম পশ্চিমবঙ্গ সরকারের মামলার প্রেক্ষিতে বিকাশ ভবন থেকে এই চিঠি পাঠানো হয়েছে। সেখানে রাজ্যের প্রত্যেক জেলার স্কুল ইনস্পেক্টরদের নির্দেশ দেওয়া হয়েছে, আগামী ৭ দিনের মধ্যে সার্ভিসে কিছুদিনের ঘাটতি থাকা শিক্ষকদের বিশদ তথ্য বিকাশ ভবনে পাঠাতে হবে।