রাজ্য সরকারের তরফে খুব শীঘ্রই শুরু হতে চলেছে নয়া পরিষেবা

প্রতিনিয়ত অগ্রগতির দিকে এগোচ্ছে মানুষ, আধুনিকতার ছোয়া লেগেছে বর্তমান যুগে। ঘরে বসে ইচ্ছামত জিনিসপত্র কেনা যায় মোবাইল ফোনের সাহায্যে। যা চান, যেমনটা চান তা আপনার দুয়ারে এসে পৌঁছে যায় সঠিক সময়।

আরো এক ধাপ এগিয়ে এবার থেকে ঘরে বসেই মিলতে পারে জমি-বাড়ির দলিল। সম্পত্তি কেনার পর দলিল সংগ্রহ করতে হত্যে দিয়ে পড়ে থাকতে হবে না রেজিস্ট্রি অফিসে। ডাকযোগে এবার থেকে বাড়িতেই পাঠিয়ে দেওয়া হবে দলিল। নবান্ন সূত্রে খবর, এই পরিষেবা শীঘ্রই শুরু হতে পারে।

বর্তমানে জমি-বাড়ির দলিলের ‘সার্টিফায়েড কপি’ অনলাইন থেকে ডাউনলোড কর যায়। তবে আসল কপি পেতে হলে ক্রেতাকে নির্দিষ্ট রেজিস্ট্রি অফিসে গিয়ে আইজিআর রশিদ দেখিয়ে তা সংগ্রহ করতে হয়। পশ্চিমবঙ্গ সরকারের নতুন উদ্যোগে সরকার ক্রেতার বাড়িতেই ডাকযোগে পাঠিয়ে দেবে জমি-বাড়ি রেজিস্ট্রির দলিল।