তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। এবার রাজ্য সরকারের পক্ষ থেকে নতুন প্রকল্প চালু করা হল বেকারদের জন্য। এই প্রকল্পের মাধ্যমে কর্মহীনদের সাহায্য করা হবে স্বনির্ভর হওয়ার জন্য।
তথ্য বলছে, কর্মহীন কোনও যুবক বা যুবতী যদি নতুন দোকান বা ব্যবসা শুরু করতে চান তাহলে সরকারের পক্ষ থেকে তাকে ঋণ দেওয়া হয় ৫ লক্ষ টাকা পর্যন্ত। সে ক্ষেত্রে তাকে ভর্তুকি দেওয়া হয় ২৫ হাজার টাকা। অন্যদিকে এই ঋণের দশ শতাংশ গ্যারান্টার থাকে রাজ্য সরকার।
কর্মহীন যুবক-যুবতীদের জন্য রাজ্য সরকারের এই প্রকল্পের নাম ‘ওয়েস্ট বেঙ্গল ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিম’। এই ঋণের ক্ষেত্রে প্রয়োজন হয় না ব্যক্তিগত গ্যারেন্টারের। ১৮ থেকে ৫৫ বছর বয়সী ব্যক্তি যারা গত ১০ বছর ধরে পশ্চিমবঙ্গে রয়েছেন তারা এই স্কিমে আবেদন করতে পারেন।