প্রধানমন্ত্রীর হাত ধরে আগামী মাসেই উদ্বোধন হতে পারে নতুন মেট্রো রুটের

রাজ্য জুড়ে জন সাধারণের সুবিদার্থে একের পর এক মেট্রোর উদ্বোধন হয়েছে। এবার কলকাতা শহরে ফের চালু হতে চলেছে একটি নতুন মেট্রো লাইন। নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো করিডোরের নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হতে পারে শীঘ্রই। জানা যাচ্ছে, আগামী মাসের শুরুতেই উদ্বোধন হতে পারে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো পরিষেবার।

নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো করিডোরে প্রাথমিকভাবে শুরু হবে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত ৫.৪ কিলোমিটার অংশের চলাচল। মেট্রো কর্তৃপক্ষ প্রায় দুই মাস আগেই এই রুটে মেট্রো বাণিজ্যিকভাবে চালানোর জন্য কমিশনার অফ রেলওয়ে সেফটির অনুমতি পত্র পেয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মে মাসের প্রথমার্ধে কলকাতায় আসতে পারেন এই মেট্রো রুট উদ্বোধনের জন্য।

গত বছর নরেন্দ্র মোদী ভার্চুয়ালি উদ্বোধন করেন জোকা-তারাতলা মেট্রো পরিষেবার। নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত রয়েছে মোট পাঁচটি স্টেশন। এগুলি হল – কবি সুভাষ (নিউ গড়িয়া), সত্যজিৎ রায় (হাইল্যান্ড পার্ক), জ্যোতিরিন্দ্র নন্দী (অজয়নগর এলাকা), কবি সুকান্ত (অভিষিক্তা ক্রসিং) এবং হেমন্ত মুখোপাধ্যায় (রুবির মোড়)।