এই মুহূর্তে শিক্ষক নিয়োগে দুর্নীতিতে তোলপাড় রাজ্য রাজনীতি৷ এই অস্থির পরিস্থিতির মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন সভাপতি বললেন কোনও কিছু লুকবো না৷ কোনও অস্বচ্ছ্বতা থাকবে না৷ প্রতি বছর টেট পরীক্ষা নেওয়া হবে৷ প্রত্যেকের অভিযোও শুনব৷ দায়িত্ব নিয়েও স্বচ্ছ্বতার আশ্বাস৷
তিনি বলেন, ‘‘আজ থেকে বোর্ডের সমস্ত কাজে স্বচ্ছতা থাকবে৷ সরকার সম্পর্কে বোর্ডের কার্যকরণে অস্পষ্টতা থাকলে, সেটা দূর করার দায়িত্বও আমার৷ যাঁরা আগামী দিনে টেট পরীক্ষা দেবেন, তাঁদের প্যানেলে স্বচ্ছতা থাকবে৷ কোনও কিছু লুকবো না৷’’
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতির অভিযোগে পদ খুইয়েছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য। আদালতের নির্দেশে এতদিন অন্তর্বর্তী সভাপতি হিসাবে কাজ সামলাচ্ছিলেন রত্না চক্রবর্তী বাগচী।
এবার পাকাপাকিভাবে নতুন সভাপতি হিসাবে দায়িত্ব নিলেন গৌতম পাল। তিনি বর্তমানে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য পদে রয়েছেন৷ সূত্রের খবর, প্রাথমিক শিক্ষা পর্ষদে নতুন অ্যাড হক কমিটি তৈরি করা হয়েছে। যে কমিটিতে রয়েছেন শিক্ষাবিদ নৃসিংহপ্রসাদ ভাদুড়ি সহ অন্যান্যরা। নতুন এই কমিটি নিয়েও এখন শিক্ষা দফতরের জোর চর্চা৷