নতুন দায়িত্ব পেলেন তৎপর হয়ে উঠলেন বিজেপি’র নয়া রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷ দায়িত্ব পেয়েই প্রচারে নামলেন৷ দায়িত্বে নামলেন খোদ রাজ্যের মুখ্য মন্তীর পাড়া থেকে৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়া থেকে প্রিয়াঙ্কা টিবরেওয়ালের সমর্থনে প্রচারে নামলেন বিজেপি’র নতুন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷ ভোট কেন্দ্র মিত্র ইনস্টিটিউশনের সামনে থেকে প্রচারে নামতে চলেছেন তিনি৷ এদিকে, হরিশ চ্যাটার্জী স্ট্রিটে ঢোকার মুখেই তাঁদের পথ আটকায় পুলিশ৷ শুরু হয় তুলুম বচসা৷ এদিন মিত্র ইনস্টিটিউশনের সামনে থেকে বিজেপি’র রাজ্য সভাপতি ভবানীপুর উপনির্বাচনের প্রচার শুরু করেন৷ একেবারে দরজায় দরজায় গিয়ে তিনি প্রচার চালান তিনি৷ কিন্ত যে রাস্তাটি মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে যাচ্ছে, সেখানে তাঁর পথ আটকায় পুলিশ৷ পুলিশ জানায় এত বেশি সংখ্যায় লোকজন নিয়ে যাওয়া যাবে না৷
উল্লেখ্য বিষয় হল, মমতা বন্দ্যোপাধ্যায় এই বুথেরই ভোটার৷ প্রত্যেক নির্বাচনে এই স্কুলেই ভোট দেন তৃণমূল সুপ্রিমো৷ আর ঠিক সেই বুথের সামনে থেকেই লড়াইয়ের ডাক দিয়ে প্রচার শুরু করছেন সুকান্ত৷ মমতার পাড়ায় দাঁড়িয়ে তাঁকেই চ্যালেঞ্জ ছুড়়ে দিতে চলেছেন রাজ্য বিজেপি সভাপতি৷ শুধু তাই নয়, মিত্র ইনস্টিটিউশনের খুব কাছেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি৷ বলা ভালো বাঁক ঘুরলেই তাঁর ঠিকানা৷ ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করার হুঙ্কার দিয়েছেন সুকান্ত৷ তাঁর কথায়, ‘বাঘ একবার মানুষের রক্তের স্বাদ পেলে বার বার সে মানুষ মারার চেষ্টা করে৷ আমরা নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছি৷ ভবানীপুরেও আবার তাঁকে হারানোর চেষ্টা করব৷’