ঊর্ধ্বমুখী দেশজুড়ে করোনা ভাইরাস। এই ভাইরাসের আতঙ্ক এখনও তাড়া করে বেড়াচ্ছে বিশ্বের মানুষকে। করোনার দৈনিক আক্রান্তের পর এবার রেকর্ড হারে বাড়ছে করোনার দৈনিক মৃতের সংখ্যাও। পরিস্থিতি নিয়ন্ত্রণে দিন কয়েক আগেই করোনা টিকার দ্বিতীয় ডোজ এবং বুস্টার ডোজের মধ্যেকার ব্যবধান কমিয়েছে কেন্দ্র।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে ঘোষণা করা হয় আর নয় মাস নয়, করোনা টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার ছয় মাসের মধ্যেই বুস্টার ডোজ নেওয়া যাবে। এরপরেই আজ অর্থাৎ বুধবার কেন্দ্রের তরফ থেকে ঘোষণা করা হল বুস্টার ডোজ সম্পর্কিত আরো একটি বিবৃতি।
কেন্দ্রে তরফ থেকে জানানো হয়েছে আগামী ৭৫ দিন দেশের যে সমস্ত নাগরিকের বয়স ১৮ বছর এবং তার ঊর্ধ্বে তারা সকলেই বিনামূল্যে বুস্টার ডোজের টিকা পাবেন। আজ বুধবার করোনা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক ছিল কেন্দ্রের।
মন্ত্রিসভার সেই বৈঠকের পরেই কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর ঘোষণা করেন, ‘স্বাধীনতার ৭৫তম বর্ষের উদ্যাপন হচ্ছে দেশে। কেন্দ্রের ‘আজাদি কা অমৃত মহোৎসব’ কর্মসূচির আওতায় বিনামূল্যে বুস্টার টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৫ জুলাই থেকে এই কর্মসূচি শুরু হচ্ছে। দেশের সমস্ত প্রাপ্তবয়স্ক নাগরিক বিনামূল্যে বুস্টার টিকা পাওয়া যাবে আগামী ৭৫ দিন পর্যন্ত।’
কেন্দ্রের হিসাব বলছে, বর্তমানে দেশের প্রাপ্তবয়স্ক নাগরিক অর্থাৎ যাদের বয়স ১৮ থেকে ৫৯ বছরের মধ্যে তাদের মধ্যে মাত্র এক শতাংশ করোনার এই বুস্টার ডোজ গ্রহন করেছেন। অথচ করোনা পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসক থেকে বিশেষজ্ঞ মহল সকলেই করোনার টিকার উপর জোর দিয়েছেন বারংবার। এমতাবস্থায় কেন্দ্রের এই সিদ্ধান্ত দেশের মানুষকে করোনার টিকা গ্রহণে ফের উৎসাহিত করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল।
অন্যদিকে টিকাদানের গতি ত্বরান্বিত করতে এবং বুস্টার ডোজ গ্রহণে দেশের মানুষকে আরো বেশি উৎসাহিত করতে সরকার এক জুন থেকেই বাড়ি বাড়ি করোনা টিকা দেওয়ার অভিযান শুরু করেছে। গত জুন মাস থেকে এই প্রোগ্রামটি শুরু হয়েছে এবং তাতেও টিকা গ্রহণের সংখ্যা কিছুটা বৃদ্ধি পেয়েছে বলে খবর।