বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
গত বৃহস্পতিবার রাজ্যজুড়ে মোট ১২টি জায়গায় তল্লাশি চলছে বলে জানা গিয়েছে। কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা, দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্ত, বরানগর পুরসভার চেয়ারম্যান অপর্ণা মৌলিকের বাড়িও হানা দেয় ইডি। দক্ষিণ দমদম পুরসভাতেও ইডির অভিযান চলে।
সেই সময়ই পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায়কে প্রায় ১৪ ঘণ্টা ধরে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে ইডি। আর কড়া জেরায় সেই পাঁচুবাবুর মুখ থেকেই উঠে এসেছে প্রভাবশালী মন্ত্রীর নাম। নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়ন শীলের সূত্র পুরসভা নিয়োগ দুর্নীতির বিষয়টি সামনে আসে। সেই সূত্র ধরেই তদন্ত চালাচ্ছে ইডি।