লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে বহু কল্পনা-জল্পনার পর অবসান ঘটিয়ে গত বৃহস্পতিবার পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট। দায়িত্বে রাজ্য পুলিশ আর তাৎপর্যপূর্ণ বিষয় হল আগের বারের ন্যায় এবারেও গোটা রাজ্যে এক দফাতেই হতে চলেছে নির্বাচন।
এরই মধ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভায় মনোনয়ন জমা করলেন বিজেপি প্রার্থীরা। জানা গিয়েছে, নন্দীগ্রামে হরিপুর অঞ্চলের ১৪ জন বিজেপি প্রার্থী মনোনয়ন জমা করেছেন। দলীয় সূত্রের খবর, আজ সোমবার নন্দীগ্রামের বাকি গ্রাম বিজেপি প্রার্থীরা পঞ্চায়েতে মনোনয়ন জমা করবেন।
প্রসঙ্গত ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পরই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যকে তোপ দেগে বলেন, “পশ্চিমবঙ্গে গণতন্ত্রের মৃত্যু হল। সর্বদল বৈঠক নেই, নিরাপত্তা নিয়ে কোনও আলোচনা নেই, অথচ দিন ঘোষণা হয়ে গেল।” রাজ্য নির্বাচন কমিশনার তৃণমূলের আঞ্চলিক শাখার মতো আচরণ করছে বলেও অভিযোগ তোলেন নন্দীগ্রামের বিধায়ক।