নয়া মামলায় নাম জুড়লো সন্দেশখালির বাদশার

বেশ কিছুদিন ধরে আলোচনার শিরোনামে সন্দেশখালি। রাজ্য রাজনীতিতেও কিছুটা প্রভাব ফেলেছে এই মামলা। এবার এই মামলায় বড় পদক্ষেপ। শেখ শাহজাহান ইডি পেটানোর অভিযোগে গত ফেব্রুয়ারী মাসে গ্রেফতার। এবার সন্দেশখালির বাদশা শেখ শাহজাহানের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে ইডি-সিবিআই।

সন্দেশখালির বিস্তীর্ণ এলাকায় বিঘার পর বিঘা জমি দখল করে মাছের ভেড়ি তৈরি, এলাকায় তাণ্ডব, মহিলাদের অত্যাচার, জমি জবরদখলের মতো অভিযোগ জমা পড়েছিল সন্দেশখালির বেতাজ বাদশা শাহজাহান শেখের বিরুদ্ধে। সেই সব নিয়ে তদন্ত চলাকালীনই এবার শাহজাহানের নতুন কীর্তি প্রকাশ্যে ফাঁস। ইডি সূত্রের দাবি, শাহজাহান কয়লার কারবারের সঙ্গেও যুক্ত ছিলেন।

অভিযোগ, বেআইনি ভাবে কয়লা থেকেও তোলা আদায় করতেন শাহজাহান ও তার সঙ্গীরা। কয়লার জোগানে শাহজাহান এবং সঙ্গীরা কর হিসেবে টাকা আদায় করত বলে অভিযোগ। ইডির চার্জশিটেও এই কেলেঙ্কারির উল্লেখ রয়েছে।