আগামী মাসেই আরো দুই কেন্দ্রে ভোট রাজ্যে। আগামী ১২ এপ্রিল রাজ্যে দুই জায়গায় উপনির্বাচন হতে চলেছে। তার বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করে দিয়েছে নির্বাচন কমিশন। আসানসোল এবং বালিগঞ্জে প্রার্থী ঘোষণা আগেই করেছিল তৃণমূল কংগ্রেস এবং সিপিএম। এবার করল বিজেপি। আসানসোলে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহার নাম, বালিগঞ্জে তৃণমূলের প্রার্থী হচ্ছেন বাবুল সুপ্রিয়ো। তিনি আসানসোল থেকে বিজেপির সাংসদ ছিলেন। এবার তাঁর জায়গায় বিজেপি নাম ঘোষণা করল অগ্নিমিত্রা পালের। আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রাকেই এবার লোকসভা উপনির্বাচনেও প্রার্থী করেছে বিজেপি। বালিগঞ্জে বিজেপির বাজি কেয়া ঘোষ।
গত বছর ৪ নভেম্বর মৃত্যু হয় রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের। তিনি বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক ছিলেন। অন্যদিকে, বিজেপি ছাড়ার পর তৃণমূল কংগ্রেসে যোগ দেন প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী তথা প্রাক্তন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়৷ তৃণমূলে যোগ দেওয়ার পরেই সাংসদ পদ থেকে ইস্তফা দেন তিনি। যার ফলে এই দুই কেন্দ্রে উপনির্বাচন করতে হচ্ছে কমিশনকে। রাজ্য সরকারের তরফে প্রস্তুতির কথা জানানোর পরেই উপনির্বাচনের দিন ঘোষণা করে কমিশন। ২৪ মার্চ মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। ২৫ মার্চ জমা পড়া মনোনয়ন পত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। ২৮ মার্চ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ১২ এপ্রিল দুই কেন্দ্রে ভোট নেওয়া হবে। ১৬ এপ্রিল ভোট গণানার দিন ধার্য করা হয়েছে। এদিকে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে সিপিএমের টিকিটে লড়বেন সায়রা শাহ হালিম। আসানসোল লোকসভায় সিপিএমের প্রার্থী পার্থ মুখোপাধ্যায়। সায়রা শাহ আলিম সম্পর্কে সিপিএম নেতা ফুয়াদ হালিমের স্ত্রী। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বালিগঞ্জ কেন্দ্রেই লড়েছিলেন ফুয়াদ। এবার তাঁর স্ত্রীকে টিকিট দিয়েছে দল।