রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এমনকি গ্রেফতার হয়ে জেলে হয়েছে অনেকের। এই পরিস্থিতিতে একাধিক বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এসেছে, আরও যে বড় তথ্য সামনে আসবে তাও প্রায় নিশ্চিত। এই অবস্থায় দাঁড়িয়ে নিয়োগ দুর্নীতি কাণ্ডে ফের একবার তল্লাশি অভিযানে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। সল্টলেকের এক আবাসনের পর্ষদ কর্মীর ফ্ল্যাটে হানা দিয়েছে তারা এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে।
খবর মিলেছে, ওই ব্যক্তি প্রাথমিক শিক্ষা পর্ষদে চাকরি করেন। নিয়োগ কেলেঙ্কারিতে ইতিমধ্যেই রাজ্যের বহু গণ্যমান্য ব্যক্তিত্ব গ্রেফতার হয়েছে। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা, তৃণমূলের প্রাক্তন বিধায়ক মানিক ভট্টাচার্য এমনকি শাসক দল তৃণমূলের প্রাক্তন যুব নেতা কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়ও এখন জেলে।
মনে করা হচ্ছে, তাঁদের একাধিকবার জেরার করার ফলেই হয়তো এখন পর্ষদে চাকরি করা এই ব্যক্তির সন্ধান পেয়েছে ইডি। সেই সূত্রেই তাঁর ফ্ল্যাটে তারা হানা দিয়েছে। অনুমান করা হচ্ছে, কোনও বিশেষ নথি বা নগদের সন্ধানে ইডি ওই ফ্ল্যাটে হানা দিয়ে থাকতে পারে। কারণ তারা আগেই দাবি করেছিল যে, এই নিয়োগ দুর্নীতি কাণ্ড মোটামুটিভাবে কয়েকশো কোটি ছাড়িয়েছে।